মাকের্ট বাংলাদেশ কি ও কেন

What is Market Bangladesh? মার্কেট বাংলাদেশ কি?

মার্কেট বাংলাদেশ একটি অনলাইন ডিরেক্টরী ওয়েবসাইট। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্ত, পণ্য ও সেবা বিষয়ক বিস্তারিত থাকে যেখান থেকে একজন ক্রেতা প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা লাভ করতে পারেন। মার্কেট বাংলাদেশ এর মাধ্যমে ব্যবসা প্রচার, প্রসারের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন অফার ও ইভেন্টগুলো ক্রেতাদের জানানোর একটি মাধ্যম মার্কেট বাংলাদেশ।

একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেতার সাথে সম্পর্ক তৈরী যে কাজটুকু অনেক সময় হয় মার্কেট বাংলাদেশ এর কল্যানে। এখানে কোম্পানী প্রোফাইল তৈরী করে সারাবিশ্বে মার্কেটিং করার সুযোগ রয়েছে।

মার্কেট বাংলাদেশ এর মূল কাজ -

            ১) বিজনেস ডিরেক্টরী

            ২) ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম

            ৩) বিজনেস প্রমোটার (প্রচার ও প্রসার)

            ৪) অনলাইন সাপোর্ট (ই-কমার্স, এসইও)

            ৫) অফার ও ইভেন্ট তৈরী

            ৬) নতুন বাজার তৈরী

            ৭) বৈদেশিক বাজার সৃষ্টি

 

Why Market Bangladesh?কেন মার্কেট বাংলাদেশ?

১। এটি ক্রেতা ও অনুসন্ধানকারীদের আপনার প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কে তথ্য প্রদান করবে।

২। এটি আপনার প্রতিষ্ঠানকে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে পেতে সহায়তা করে। অন্য যে কোন সার্চ ইঞ্জিনের চেয়ে এর মাধ্যমে আপনার প্রতিষ্টান খুঁজে পেতে সময় কম লাগবে কারণ মার্কেট বাংলাদেশ ডিরেক্টরীতে শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোই অর্ন্তভূক্ত হচ্ছে।

৩। এখানে পন্যের নাম লিখেও খুঁজে পাওয়া যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শপ বা শোরুম।

৪। মার্কেট বাংলাদেশ ডিরেক্টরী ব্যবহার করে একজন ক্রেতা পণ্য বা সেবা ক্রয়ের পূর্বে পণ্য পছন্দ এবং মূল্য যাচাই করনের সুযোগ পাবেন। যার ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠছে।

৫। এখানে প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নতুন অফার প্রদান করতে পারবেন। যোগ করতে পারবেন ভিডিও ও ইভেন্ট। যোগাযোগ তথ্য সংযুক্ত করে বিক্রয় বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন।

৬। দোকান বা প্রতিষ্ঠান খুঁজে নেয়ার জন্য প্রতিটি শপের জন্য রয়েছে গুগল ম্যাপ। এই ম্যাপ ডিরেক্শনের মাধ্যমে ক্রেতা সহজে প্রতিষ্ঠান/শপ খুঁজে নিতে পারবেন।

৫। আপনার প্রতিষ্ঠানের ছবি, পণ্যের ছবি এবং ভিডিও যুক্ত করে তালিকাটি (শপটি) সাজাতে পারবেন। এ ব্যাপারে মার্কেট বাংলাদেশ প্রতিনিধিগন প্রযোজ্য সব ধরনের সহযোগিতা করবেন।

৬। এখানে ফ্রি লিস্টিং সহ সিলভার, গোল্ড এবং প্রিমিয়াম প্যাকেজ এর সুযোগ রয়েছে। প্রিমিয়াম প্যাকেজ এ মাসিক ভিত্তিতে ফি প্রদানের সুযোগ রয়েছে।

৭। রেজিষ্টার্ড বা লিস্টেট প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে ছবি সংযুক্তি, স্পেশাল অফার এবং ইভেন্ট তৈরী করতে পারবেন।

মাকের্ট বাংলাদেশ -এ একটি লিস্টিংটি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট হিসেবেও কাজ করবেঃ

৮) কারণ, এটি ওয়েবসাইট এর ন্যায় আপনার প্রতিষ্ঠানের তথ্য ও ঠিকানা বহন করে।

৯) আপনি প্রতিষ্ঠানের তথ্য ও ছবি, পন্যের ছবি, পন্যের বৈশিষ্ট্য ও স্পেশাল অফার দিয়ে আপনি আপনার সাইট সাজাতে পারেন।

১০) যেহেতু মার্কেট বাংলাদেশ ডিরেক্টরী সাইটটিতে অসংখ্য প্রতিষ্ঠানের তথ্য রয়েছে এবং আমরা এর বিপণন ও প্রসারের কাজ করছি তাই এর প্রয়োজনীয়তা প্রত্যেকেই অনুধাবন করতে সক্ষম হবেন।

 

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য Market Bangladesh কেন গুরুত্বপূর্ণ?

মার্কেট বাংলাদেশ ব্যবসাশিল্প প্রতিষ্ঠানের কেনগুরুত্বপূর্ণ এটি জানা আবশ্যক-

প্রতিষ্ঠানের তথ্যসমূহ ক্রেতার নিকট পৌঁছে দেয়াই মার্কেট বাংলাদেশ এর মূল কাজ এবং যে কাজটুকু প্রতিষ্ঠান সহজে করতে পারে না।

ক্রেতা পছন্দের পণ্য ক্রয় করার পূর্বে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য (অফারদেখে যাচাই করার সুযোগ পাবেন।

এলাকাভিত্তিক এবং ক্যাটাগরী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানশোরুম বা অফিস খুঁজে নেয়া যায়।

প্রতিষ্ঠানের ছবিঅফারভিডিও ও ফাইল আপলোড করার সুযোগ রয়েছে।

পণ্যের বিজ্ঞাপন দেয়ার সুযোগ রয়েছে।

বর্তমানঅনলাইনযুগেএকজনউৎপাদনকারীবারপ্তানাীকারককেক্রেতাখুঁজেপাবেনা তাকোনভাবেইমানানসইনয়।

 

আমরা কেন Market Bangladesh উদ্যোগ নিয়েছি

মার্কেটবাংলাদেশ এমন একটি মিডিয়া যার মাধ্যমে একজন ক্রেতা তার প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানশিল্পপ্রতিষ্ঠানশোরুম লোকেশনসহ খুঁজে পাবেন।

এখানে ক্রেতাবলতে ভোক্তাখুচরা বিক্রেতাপাইকারীউৎপাদনকারী এবং আমদানীকারককে বুঝানো হয়েছেI প্রত্যেকে যার যার প্রয়োজনে প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারবেন সমগ্রবাংলাদেশকে  একটি মার্কেট বা বাজার ধরে আমরা কাজ করছি যেন একজন ক্রেতা ঘরে বসেই তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং বিক্রেতা বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে পারেন।অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মাঝে সংযোগ স্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য

একই সাথে বাংলাদেশের বাজারপণ্য ও সেবা সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহী প্রতিষ্ঠানগুলো যাতে সহজে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোক খুঁজে পায় এজন্যই মার্কেট বাংলাদেশ নামকরন।

Market Bangladesh কে সহযোগিতা করুন

মার্কেটবাংলাদেশফ্রিলিস্টিংবা মেম্বারশীপের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে অর্ন্তভূক্তির সুযোগ দিচ্ছে। প্রত্যেক শোরুমব্যবসা প্রতিষ্ঠানশিল্পপ্রতিষ্ঠানপাইকারআমদানীকারকরপ্তানীকারক আমাদের ফ্রি লিস্টিং সুবিধাগ্রহণ করে নিজেদের ব্যবসাকে আরো সম্প্রসারন করার সুযোগ গ্রহণ করবেন

যারা অনলাইনে পারদর্শী নয় তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বর্ণনা আমাদেরফেসবুকআইডিতেমেসেজঅথবা মেইল করে দিন।

অথবা আপনার ব্যবসা বিষয়ক তথ্য আমাদের ঠিকানা পাঠিয়ে দিনঃ

মার্কেট বাংলাদেশ

ঢাকা

মোবাইল-০১৭৮৯-১১০০৪৮

-মেইল- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Add comment

Security code
Refresh

About directory

Market Bangladesh is a dynamic online directory. It helps to increase and expand business. One can create firms or shop profiles and add images of products & services with the help of our representatives and also create Offers and Events. It will be effective and efficient for all classes of people and businesses. Continue

User Login


Not registered yet?

Join the system.

Create an account