Market Bangladesh is a dynamic online directory. It helps to increase and expand business. One can create firms or shop profiles and add images of products & services with the help of our representatives and also create Offers and Events. It will be effective and efficient for all classes of people and businesses. Better communication is building among the customers, products & service providers. We will give the real test of e-commerce to the customer and also the stakeholders. Please Stay with us.
What is Market Bangladesh? মার্কেট বাংলাদেশ কি?
মার্কেট বাংলাদেশ একটি অনলাইন ডিরেক্টরী ওয়েবসাইট। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্ত, পণ্য ও সেবা বিষয়ক বিস্তারিত থাকে যেখান থেকে একজন ক্রেতা প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা লাভ করতে পারেন। মার্কেট বাংলাদেশ এর মাধ্যমে ব্যবসা প্রচার, প্রসারের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন অফার ও ইভেন্টগুলো ক্রেতাদের জানানোর একটি মাধ্যম মার্কেট বাংলাদেশ।
একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেতার সাথে সম্পর্ক তৈরী যে কাজটুকু অনেক সময় হয় মার্কেট বাংলাদেশ এর কল্যানে। এখানে কোম্পানী প্রোফাইল তৈরী করে সারাবিশ্বে মার্কেটিং করার সুযোগ রয়েছে।
মার্কেট বাংলাদেশ এর মূল কাজ -
১) বিজনেস ডিরেক্টরী
২) ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম
৩) বিজনেস প্রমোটার (প্রচার ও প্রসার)
৪) অনলাইন সাপোর্ট (ই-কমার্স, এসইও)
৫) অফার ও ইভেন্ট তৈরী
৬) নতুন বাজার তৈরী
৭) বৈদেশিক বাজার সৃষ্টি
Why Market Bangladesh? কেন মার্কেট বাংলাদেশ?
১। এটি ক্রেতা ও অনুসন্ধানকারীদের আপনার প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কে তথ্য প্রদান করবে।
২। এটি আপনার প্রতিষ্ঠানকে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে পেতে সহায়তা করে। অন্য যে কোন সার্চ ইঞ্জিনের চেয়ে এর মাধ্যমে আপনার প্রতিষ্টান খুঁজে পেতে সময় কম লাগবে কারণ মার্কেট বাংলাদেশ ডিরেক্টরীতে শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোই অর্ন্তভূক্ত হচ্ছে।